রাউজানে দুষ্কৃতকারীদের হামলা-ভাঙচুর, এসআইসহ ৩ পুলিশ আহত

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে দুষ্কৃতিকারীদের হামলায় এক এসআইসহ তিন পুলিশ আহত হয়েছেন। এসময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে হলদিয়া ইউনিয়নের জানি পাথর বাজার এলাকায় চিকদাইর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল কাদের সঙ্গীয় ফোর্সসহ মামলার আলামত হিসেবে একটি মোটরসাইকেল উদ্ধার করতে যান। এসময় এলাকার বিএনপি নামধারী মো. ফোরকানের নেতৃত্বে কতিপয় ৩০-৪০ জন দুষ্কৃতকারী পুলিশের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু করে। ঘটনাটি থানাকে জানালে এসআই খোরশেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসার পথে ফোরকানের নেতৃত্বে পুলিশের গাড়িতে হামলা ও পুলিশ সদস্যদের মারধর করে।

এতে আহত হন এসআই মো. আব্দুল কাদের, পুলিশ সদস্য রাসেল দে ও শাহরিয়ার। পরে খবর পেয়ে রাউজান থানার ওসি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, মামলার আলামত উদ্ধারে গেলে স্থানীয় কয়েজন বাধা দেয় এবং ভাঙচুর চালিয়েছে। এসময় এসআইসহ তিনজন আহত হয়েছে। এই ঘটনায় ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top