রাউজানে দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ যুবদল নেতা

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার আশরাফ আলী চৌধুরী হাট প্রকাশ সোমবাইজ্জ্যেহাট বাজারে দুর্বৃত্তের হামলায় আনোয়ার হোসেন বাচলু (৩৮)  নামে স্থানীয় এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার কদলপুর ইউনিয়ন সোমবারইজ্জ্যে হাট বাজারের আবু তালেব মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

আহত আনোয়ার হোসেন বাচলু কদলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমীর পাড়ার আব্দুস ছালামের পুত্র। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন, গুলিবিদ্ধ আনোয়ার হোসেন বাচলু রাউজান উপজেলা যুবদলের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যুবদল নেতা আনোয়ার হোসেন বাচলু বাজারের আবু তালেব মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় উত্তর দিক হতে ৪টি সিএনজি চালিত অটোরিকশা যোগে ১৫-২০ জন অস্ত্রধারী সন্ত্রাসী এসে আনোয়ার হোসেন বাচলুকে গুলি করে মাথায় অস্ত্র দিয়ে আঘাত করে। এই সময় তারা বাজারের সিসিটিভি ক্যামরা ভাংচুর করে। তারা তাকে মুমূর্ষু অবস্থায় ফেলে গুলিবর্ষণ করে করে দক্ষিণ কদলপুরের দিকে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা খারাপ হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম চৌধুরী বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করা ছাড়া ঘটনার বিবরণ আপাতত বলা যাচ্ছে না।  গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

চাটগাঁ নিউজ/জয়নুল/জেএইচ