রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ডাকাতের ছোঁড়া গুলিতে জাহানারা বেগম (৪৫) নামে এক মধ্য বয়সী নারী গুলিবিদ্ধ হয়েছে। আহত জাহানারা ওই এলাকার মো. লোকমানের স্ত্রী।
সোমবার (৫ মে) ভোরে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ মেম্বার বাড়িতে এই ঘটনাটি ঘটে।
জাহানারা বেগম জানান, সোমবার ভোরে বসতঘরে ১০-১২ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। তখন তিনি ডাকাতদের চিনতে পারায় তার পায়ের উরুতে গুলি করে কোনো মালামাল লুট ছাড়াই ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে তার স্বজনরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, জাহানারার স্বামী লোকমানও অপরাধ জগতের মানুষ। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার স্বামী লোকমানই তাকে গুলি করেছে বলে স্থানীয়রা মত প্রকাশ করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন তালুকদার বলেন, জাহানারা বেগম নামের গুলিবিদ্ধ এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই নারীর দাবি করেছেন তার ঘরে ডাকাতি করতে ১০-১২জন ডাকাত প্রবেশ করেছিল, তিনি ডাকাতদের চিনতে পারায় তাকে গুলি করে পালিয়ে গেছে।
এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, রাউজানে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। এটি রহস্যজনক মনে হচ্ছে। তার স্বামী ভালো না, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের মামলা রয়েছে। এটি কী কারণে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন