রাউজানে ট্রাক চাপায় এক নারীর মৃত্যু

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে মায়ের চিকিৎসা করে ফেরার পথে বালুবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ছুনু বড়ুয়া (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ আরো ৩ জন আহত হয়েছে।

গত শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সম্মুখে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত ছুনু বড়ুয়া (৪৫) রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক গোদারপাড় গ্রামের মৃত বীর মোহন বড়ুয়া মেয়ে। আহতরা হলেন, নিহত ছুনু বড়ুয়া মা দিপালী বড়ুয়া (৭০), ছোট বোন বর্ণা বড়ুয়া (৪০) ও অটোরিকশা চালক মন্টু বড়ুয়া (৪২)।

ঘটনার প্রত্যক্ষদর্শী অপর অটোরিকশা চালক মো. হানিফ বলেন, নগরীর দিক থেকে আসা একটি অটোরিকশা রাতের আঁধারে একটি ভ্যান গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে ভ্যান গাড়িটি সড়কের পাশে বিলে পড়ে যায় এবং অটোরিকশাটি সড়কের মধ্যে ঘুরে যায়। এমতাবস্থায় নোয়াপাড়ামুখী বেপরোয়া গতির বালুবাহী একটি ট্রাক সজোরে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা ট্রাকটিকে ধাওয়া করে পথেরহাটের চৌরাস্তার মুখে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি।

এদিকে আমি আমার অটোরিকশার যাত্রীদের নামিয়ে দিয়ে আহতদের উদ্ধার করে পথেরহাটে পাইওনিয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে ছুনু বড়ুয়া নামের একনারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতের স্বজনরা জানান, নগরীর ইবনে সিনা হাসপাতালে মা দিপালী বড়ুয়ার চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরে তারা এই দূর্ঘটনায় পতিত হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন

Scroll to Top