রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে আলোচনা সভা, শোভাযাত্রা ও সেবা সামগ্রী বিতরণসহ নানান কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মনির হোসাইন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান ,উপজেলা সমবায় কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুসসহ উপজেলার ২৩ টি এতিমখানার প্রতিনিধিবৃন্দ, স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংস্থার প্রতিনিধিবৃন্দ, উপকার ভোগীবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
সভায় পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতিবন্ধী জাতীয় পরিচয় পত্র সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়।