চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রাউজান পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান এলাকায় এক ব্যবসায়ীর গরুর গাড়ি আটকে ট্রাকসহ ৯টি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।
অভিযোগ পেয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রবিবার (১৮ মে) সকালে সাড়ে ৮টায় ট্রাকসহ সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ৮টি গরু উদ্ধার করেছে। একই সঙ্গে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রাউজান থানা সূত্র মতে, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাঙামাটির পার্বত্যাঞ্চলের দুর্গম পাহাড়ি জনপদের মাইনী থেকে ৯টি গরু কিনে ট্রাকে করে বোয়ালখালীর উদ্দেশ্য যাত্রা শুরু করেন মৌসুমী গরু ব্যবসায়ী আবদুর রহিম।
শনিবার রাত ১২টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান এলাকায় ৪-৫ জন ছিনতাইকারী গাড়ি আটকে ব্যবসায়ীসহ চালককে ধাক্কা দিয়ে নামিয়ে গাড়িতে উঠে ট্রাকভর্তি ৯টি গরু, ব্যবসায়ীর ব্যাগে থাকা নগদ ১লাখ টাকা ও একটি স্মার্ট ফোন নিয়ে পালিয়ে যায়।
পরে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়াকে অবহিত করা হলে পুলিশ অভিযান চালিয়ে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাউজান রাবার বাগান থেকে ট্রাকসহ ৮টি গরু উদ্ধার করে। ছিনতাইকারীদের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এদিকে রাউজান থানা পুলিশ কর্তৃক গরু উদ্ধারের খবরটি ছড়িয়ে পড়লে চুরি হওয়া গরুর মালিকেরা থানায় ভীড় করতে দেখা যায়।
তাদের একজন নাছির উদ্দিন বলেন, গতকাল শনিবার রাতে তার ৪টি গরু চুরি হয়েছে। তবে থানায় থাকা গরুগুলোর মধ্যে আমার গরু নেই।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, সড়কে গাড়ি আটকে গরু ছিনতাইয়ের বিষয়টি আমাদের অবহিত করার সাথে সাথে অভিযান শুরু করি। অভিযান চালিয়ে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান থেকে ৮টি গরু উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতিকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মোটরসাইকেলের সূত্র ধরে আসামিদের শনাক্ত করা গেছে, মামলার প্রক্রিয়া চলছে। যাদের শানাক্ত করা হয়েছে তাদের নামে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে গরুগুলো মালিকের নিকট হস্তান্তর করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন