পড়া হয়েছে: ৩৪
চাটগাঁ নিউজ ডেস্কঃ রাউজানে গাছ থেকে পড়ে গিয়ে চন্দন দে (৫০) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের কৃষ্ট সাধুর বাড়িতে ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ। নিহত চন্দন ওই এলাকার নিরঞ্জন দে’র ছেলে ও তিন কন্যা সন্তানের জনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাঞ্চন দে নামের এক লোক তাকে গাছ কাঁটার জন্য ডেকে নিয়ে গিয়েছিলো। প্রচন্ড গরমের মাঝে গাছের উপরে উঠে ডাল কাটতে গিয়ে নিচে ছিঁটকে পড়ে গুরুতর আহত হোন তিনি। রক্তাক্তবস্থায় তখন তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
চাটগাঁ নিউজ/এসবিএন