রাউজানে এলজি ও রামদাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম রাউজানে মো. নুর উদ্দিন (৪২) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। এই সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি রামদা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. খোরশেদ আলম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হলদিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের উত্তর সর্ত্তা গ্রামের সোনা আলী তালুকদার বাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী মো. নুর উদ্দিন একই বাড়ির মৃত শাহ আলমের ছেলে।

রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া জানান, গ্রেপ্তারকৃত নুর উদ্দিন একজন জিআর-১২৬/১৮ এর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে আসামীর স্বীকারোক্তি মতে তার বসতঘরের ২য় কক্ষের স্যুটকেইচের নিচ হতে ১টি দেশীয় তৈরী এলজি ও ১টি বিশেষ কায়দায় প্রস্তুতকৃত রামদা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে উক্ত আসামী পার্বত্য এলাকা হতে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন সন্ত্রাসীদের নিকট বিক্রয় করে থাকে মর্মে তথ্য পাওয়া গেছে। আসামীর হেফাজত হতে উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে রাউজান থানার মামলা অস্ত্র আইনে রুজু করা হয়।

তিনি আরো জানান, নুর উদ্দিন একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী। তিনি বিভিন্ন সময় বিভিন্ন লোকের ক্যাডার হিসেবে কাজ করে।

চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন

Scroll to Top