রাউজানে আশ্রয়ণ প্রকল্পে সর্পদংশনে গৃহবধুর মৃত্যু

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে বিষাক্ত সাপের দংশনে শামসুন নাহার(৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মহামুনি আশ্রয়ণ প্রকল্পের ৩৭ নম্বর ঘরে এই ঘটনা ঘটছে। নিহত গৃহবধূ শামসুন নাহার রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচঁখাইন গ্রামের কাতার প্রবাসী মো. জুয়েল স্ত্রী। পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শামসুন নাহার তার দুই বছর বয়সী কন্যাসহ রাতে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে চিৎকার শুনে অন্যান্য বাসিন্দারা এগিয়ে আসেন । এই সময় শামসুন নাহার উপস্থিত সবাইকে জানায় তাকে সাপে কামড় দিয়েছেন। সাপটাকে তিনি দেখেছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার মৃত্যু হয়।

Scroll to Top