চাটগাঁ নিউজ ডেস্ক: রাউজানে আবারও গুলাগুলির ঘটনা ঘটেছে। এবার গুলিবিদ্ধ হয়েছেন সালেহ আহমেদ (৪২) নামে এক ব্যবসায়ী। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রাউজান উপজেলার দক্ষিণ রাউজানের বাগোয়ান ইউনিয়নের গচ্চি ধরের টেক নামক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী সালেহ আহমেদ রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রয়াত মোহরম আলীর ছেলে। তিনি ডেকোরেটার্স ব্যবসায়ী বলে জানা গেছে।
সালেহ আহমেদ বলেন, আমি হেঁটে দোকানের দিকে যাচ্ছিলাম। কয়েকজন গাড়ি থেকে নেমে গুলি ছুড়তে থাকে। একটি ছররা গুলি আমার কপালে লাগে। তবে আমি আশঙ্কামুক্ত।
তিনি হামলাকারীদের চিনতে পারলেও নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।
রাউজান থানার এসআই হুমায়ুন কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি অবগত আছি। ভুক্তভোগীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি আমরা।
এর আগে, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় হাসান নামে এক যুবলীগকর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে স্থানীয় পলোয়ানপাড়া এলাকার একটি চরে নিয়ে যায় একদল সন্ত্রাসী।
সেখানে তাকে দফায় দফায় পিটিয়ে ও কুপিয়ে জখম করে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে তার পরিবারের সদস্যরা চর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারও আগে ২৫ জানুয়ারি জুমার নামাজ পড়তে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে মারা যান ব্যবসায়ী জাহাঙ্গীর।
চাটগাঁ নিউজ/জেএইচ