চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটে।
শুক্রবার (৫ মার্চ) বিকাল ৫টায় রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মগদাই গ্রামের আরশি পিউনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন- সুজন দত্ত, অজিত দত্ত, দুলাল দত্ত, রতন সিকদার, বিকাশ দত্ত। পাঁচ পরিবারের নগদ টাকা, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।
এ প্রসঙ্গে জানতে চাইলে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা শামসুল আলম বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। তবুও ৫টি সেমিপাকা ও কাঁচা ৫টি বসতঘর পুড়ে যায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, ক্ষতি আনুমানিক ৩ লাখ, আশপাশের অনেক বসতঘর রক্ষা করে ২০ লাখ টাকার সম্পদ রক্ষা করতে সক্ষম হয়েছি।