রাউজানে অগ্নিকাণ্ডে স্কুলছাত্রের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: রাউজানের পশ্চিম ডাবুয়ায় বসতঘরে আগুন লেগে মোহাম্মদ ফয়সাল নামে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফয়সাল ওই এলাকার প্রবাসী রহমত উল্লাহ কাদেরের ছেলে, রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ওই এলাকার গণি হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় নিজেদের পাকা ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়েছিল ফয়সাল। ওই ভবনের সাথে লাগোয়া পাশের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সবাই বের হতে পারলেও দ্বিতীয় তলায় আটকা পড়ে ফয়সাল। পরে তাকে পাশের ঘরের দেয়াল ভেঙে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সামশুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশের আরেকটি পাকা বাড়ির দ্বিতল ভবনে ফয়সাল নামে শিশুটি আগুনের তাপ ও ধোঁয়ায় গুরুতর আহত হয়। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top