রাউজান প্রতিনিধি: রাউজানে যুবদল কর্মী মো. সেলিম (৪২) হত্যার ৫৬ ঘন্টা পর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে নিহতের মা ফরিদা বেগম (৬৫) বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলায় ছোট সজ্জাদের সহযোগী রায়হান আলম ও মো. ইলিয়াস প্রকাশ ধামা ইলিয়াসসহ ৮ জনের নাম উল্লেখ করে আরো ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলাটি (রাউজান থানার মামলা নং-০৫, তারিখ- ০৮/০৭/২০২৫; ধারা- ৩০২/৩৪ পেনাল কোড) রুজু হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজন আটক রয়েছে।
উল্লেখ্য, গত ৬ জুলাই (রবিবার) বেলা ১২ টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়ন ঈশান ভট্টের হাটের শান্তি ফার্মেসীর সামনে হাফেজ বজলুর রহমান সড়কের উপর সিএনজি চালিত অটোরিকশা যোগে আসা বোরকা পরিহিত দূর্বৃত্তের গুলিতে মো সেলিম (৪২) নিহত হয়। তিনি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং উপজেলার কদলপুর ইউনিয়নের শমসের পাড়া গ্রামের মৃত মৃত আমির হোসেন প্রকাশ ছোট বাইল্যের ছেলে।
ঘটনার দিন তার পুরাতন বাড়ি শমশের পাড়া তার চাচীর জানাজা ও দাফন-কাফন শেষে স্ত্রী ও কন্যাকে নিয়ে একই ইউনিয়নের ইসলামিয়া নতুন পাড়ায় তার নতুন বাড়িতে যাওয়ার পথে পূর্ব হতে ওৎপেতে থাকা দূর্বৃত্তের গুলিতে তিনি এই এই হত্যা কাণ্ডের শিকার হন। তিনি ১৩ ও ১৪ বছর বয়সী দুই ছেলে ও দেড় বছর বয়সী এক কন্যা সন্তানের জনক।
চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন