রাউজানের তিন বিএনপি নেতার পদ স্থগিত

গিকা চৌধুরী রক্ষা পেলেও ছেলে সামিরের রক্ষা হয়নি

নিজস্ব প্রতিবেদক : চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ খাওয়া রাউজান উপজেলা বিএনপির তিন নেতাকে আগামী তিন মাসের জন্য পদ স্থগিতকরণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

এরা হলেন- রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নুরুল হুদা চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ ও প্রাথমিক সদস্য সামির কাদের চৌধুরী।একই আদেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীও শোকজ খেয়েছিলেন। তবে তিনি পদ রক্ষা করতে পারলেও ছেলে সামির কাদের চৌধুরীকে শাস্তি থেকে রক্ষা করতে পারেননি।

আজ সোমবার (১১ নভেম্বর) বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশে রাউজানের অভিযুক্ত তিন নেতার বিরুদ্ধে পদ স্থগিতকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

আদেশে বলা হয়, গত ৫ নভেম্বর আপনাদের বিরুদ্ধে জারিকৃত কারণ দর্শানো নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। সুতরাং আপনাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যােয়ের পদ নির্দেশক্রমে আগামী তিন মাসের জন্য স্থগিত করা হলো।

উল্লেখ্য, তালিকা করে প্রবাসী ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা চাঁদা আদায়, অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৫ নভেম্বর দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার ছেলে সামির কাদের চৌধুরীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে বিএনপি।

একই অভিযোগে গিয়াস উদ্দিনের দুই অনুসারী– রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান ও ফিরোজ আহমেদ মেম্বারকেও একই অভিযোগে আলাদাভাবে শোকজ করেছিল বিএনপি। তিন দিনের মধ্যে অভিযুক্ত নেতাদেরকে শো কজের জবাব দিতেও নির্দেশ দেয়া হয়েছিল।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ  

Scroll to Top