চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানের টিলাভূমিতে অভিযান চালিয়ে অবৈধভাবে টিলা-পাহাড় কাটার দায়ে একটি স্কেভেটর ও একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৫ জানুয়ারি) বিকালে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের রাবার বাগান সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অংছিং মারমা।
জানা গেছে, বুধবার বিকালে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় ইউএনও অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে গিয়ে জড়িতদের কাউকে পাওয়া যায়নি। তবে একটি স্কেভেটর (খনন যন্ত্র) ও একটি ট্রাক জব্দ করে হলদিয়া রাবার বাগানের ব্যবস্থাপকের জিম্মায় দেয়া হয়েছে।
এ ঘটনায় এক ব্যক্তি জড়িত থাকার তথ্য পেয়েছে প্রশাসন। তার বিরুদ্ধে পরিবেশ অধিপ্তর কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিবে বলে জানা গেছে।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অংছিং মারমার বলেন, আমি টিলাভূমি কাটার তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে জড়িতদের ব্যপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/জেএইচ