পড়া হয়েছে: ৫২
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে খেজুর গাছ থেকে রস নিয়ে নামার সময় নিচে পড়ে আনোয়ার পাশা প্রকাশ বুলবুল মিস্ত্রী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারী) সকাল ৯ টার সময় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়ীয়ারস্থ আকিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার পাশা ওই গ্রামের ৯নং ওয়ার্ডের কামাল উদ্দিন মেম্বারের বাড়ির মৃত শফিউল্লাহ’র ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নিহতের ছোট ভাই জায়নাল বলেন, সকাল আমার বড় ভাই রস নিয়ে গাছ থেকে নামার সময় সম্ভবত গাছ থেকে নিচে পড়ে যান। গ্রামের লোকজন গাছের নিচে পড়ে থাকতে দেখে আমাদেরকে খবর দিলে আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি আকিলপুর দারুল আরকাম ইসলামীয়া নূরানী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
চাটগাঁ নিউজ/এমআর