রশিদকে ছাড়াই বাংলাদেশকে হারাতে চায় আফগানিস্তান

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশের সঙ্গে এখন পর্যন্ত একটিই টেস্ট ম্যাচ খেলেছে আফগানিস্তান। সেই ম্যাচটিতেই জয় পেয়েছে তারা। ২০১৯ সালের ওই ম্যাচে আফগানদের জয়ের নায়ক ছিল রশিদ খান। ইনজুরির কারণে এবার দলের সঙ্গে নেই রশিদ। এ টেস্টে আফগানদের দায়িত্বভার সামলাবেন হাশমতউল্লাহ শহীদি। তার দাবি, রশিদ না থাকলেও তাদের বাকি যে ক্রিকেটাররা আছেন, তারাও বাংলাদেশকে হারানোর সামর্থ্য রাখেন।

ঢাকা টেস্ট খেলার আগে আফগানরা অনুপ্রেরণা নিচ্ছে ২০১৯ সালের চট্টগ্রাম টেস্টকে। দলটির অধিনায়ক জানান, ‘সেই টেস্টটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার। এখানে একটা টেস্ট খেলেছি, সেটাই জিতেছি। আমরা সেখান থেকেই শুরু করতে চাই। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলব, গত ম্যাচ থেকে প্রেরণা নেব।’

ঢাকা টেস্ট দিয়েই দীর্ঘ তিন বছর পর লংগার ফরম্যাটের ম্যাচ খেলতে নামবে আফগানরা। তবে প্রস্তুতির কোনো ঘাটতি রাখেনি তারা। হাশমতউল্লাহ বলেন, ‘আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছি, ম্যাচটাও জিততে চাই। অনেকদিন ধরে আমরা টেস্ট খেলি না। সর্বশেষ খেলেছি জিম্বাবুয়েতে সেটাও ৩ বছর আগে। অবশ্য আমরা ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলি, অনেক খেলোয়াড় খেলে সেখানে। এই টেস্টের জন্যও আমাদের প্রস্তুতি ভালো। ইনশাআল্লাহ নিজেদের সেরাটা চেষ্টা করব।’

তবে একমাত্র টেস্টে রশীদ খানকে ছাড়া একটু হলেও চ্যালেঞ্জে পড়বে আফগানরা। সেটা স্বীকার করেই হাশমতউল্লাহ মনে করিয়ে দিলেন, বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানও এই টেস্টে খেলতে পারছেন না। তিনি বলেন, এটা চ্যালেঞ্জিং। সবাই জানে সে (রশিদ খান) আমাদের অন্যতম প্রধান বোলার। টেস্টে অতীতে সে অনেক ভালো করেছে। তবে আমাদের অন্য বোলার আছে, অন্য অপশন আছে। তারাও ভালো খেলবে ইনশাআল্লাহ্‌। সাকিবও বিশ্রামে, রশিদও বিশ্রামে। তবে আগে যেটা বললাম, আমাদের আরও ভালো বোলার আছে, ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে।’

Scroll to Top