রজবের চাঁদ দেখা গেছে, শবে মেরাজ ১৬ জানুয়ারি

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী সোমবার (২২ ডিসেম্বর) থেকে হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) দিনগত রাতে সারা দেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তিনি জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয় এবং জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির রজব মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে। এজন্য সোমবার থেকে রজব মাস গণনা শুরু হবে এবং আগামী ১৬ জানুয়ারি পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top