রক্ত মাড়িয়ে সংলাপ নয় : সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

চাটগাঁ নিউজ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সরকার যেকোনো সময় সংলাপে বসতে চাইলেও আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারা সংলাপে রাজি নন।

এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়।’

এর আগে আজ ‍বৃহস্পতিবার বিকেল ৩টার কিছু আগে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, ‘আমরা তাদের সঙ্গে বসব, তারা যখনই বসবে, আমরা রাজি আছি, আজকে বসলেও আমরা বসব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোটাসংস্কারেরর বিষয়ে আমরাও আন্দোলনকারীদের সাথে একমত।’

পরে বিকেল ৩টা ৬ মিনিটে এমন স্ট্যাটাস দেন হাসনাত।

এর আগে অন্য আরেকটি ফেসবুক পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের সহযোগিতায় দেশবাসীকে ওয়াইফাই উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের সহযোগিতায় দেশবাসীকে ওয়াইফাই উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। ডিজিটাল ক্র্যাকডাউন মোকাবিলায় এগিয়ে আসুন।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দখলে নেওয়ার সরকারি বাহিনীর অপচেষ্টার উপযুক্ত জবাব দিচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বাঘের বাচ্চারা। আপনারা যেই উদ্যম নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন তা বাকিদেরও উজ্জীবিত করবে।’

এদিকে, আন্দোলনরতদের ডাকা কমপ্লিট শাটডাউনে সারা দেশ থমথমে। আজ চলমান আন্দোলনে দফায় দফায় সংঘর্ষ ঘটছে। এরইমধ্যে রাজধানীতে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top