রংপুরের জয়রথ থামালো রাজশাহী 

বিপিএল-২০২৫

ক্রীড়া ডেস্ক: টানা আট ম্যাচে জয়! চলতি বিপিএলে একমাত্র দল হিসেবে অপরাজিত থাকার তকমাটা এতদিন ধরে রেখেছিল রংপুর রাইডার্স। তবে তাদের বিজয়রথ থামিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী। রাজশাহীর কাছে রংপুর হেরেছে ২৪ রানে। ফলে আসরের প্রথম হারের স্বাদ পেল দলটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ১৭০ রান করে রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায় নুরুল হাসান সোহানের দল।

১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। বোলিংয়ে প্রথম ওভারেই আঘাত হানেন রাজশাহী অধিনায়ক তাসকিন আহমেদ। কোনো রান না করেই সাজঘরে ফেরেন ইরফান শুক্কুর। তৃতীয় ওভারে জোড়া উইকেট তুলে নেন এসএম মেহরাব। ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর। এরপর খুশদিল শাহও ফেরেন মাত্র ১৪ রান করে। তবে উইকেটের এক প্রান্ত ধরে রেখেছিলেন সাইফ হাসান। শফিউল ইসলামের বলে আউট হওয়ার আগে সাইফের ব্যাট থেকে আসে ২৯ বলে ৪৩ রান।

এরপরই জয়ের স্বপ্ন দেখতে শুরু করে রাজশাহী। তবে জয়ের স্বপ্ন দেখা রাজশাহীর স্বপ্ন ভঙ্গ করতে বসেছিলেন রংপুর অধিনায়ক সোহান। রায়ান বার্লের বলে মাত্র ২৬ বলে ৪১ রান করে সোহান আউট হলে আর কেউ হাল ধরতে পারেনি। ১৪৬ রানে অলআউট হয়ে ৮ ম্যাচ জয়ের পর হারের মুখ দেখলো রংপুর।

এর আগে টসে জিতে রাজশাহীকে ব্যাট করতে পাঠান রংপুর অধিনায়ক সোহান। দলীয় ২৪ রানে রাকিবুল হাসানের বলে ১৯ রান করে আউট হন মোহাম্মাদ হারিস। তবে এনামুল হক বিজয় দেখেশুনে খেললেও আরেক ওপেনার সাব্বির হোসেন রান তুলতে থাকেন দ্রুত গতিতে। প্রথম পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৬২ রান তুলে নেয় রাজশাহী। দলীয় ৭৬ রানে মাত্র ১৯ বলে ৩৯ করে সাজঘরে ফেরেন সাব্বির। রাজশাহীর হয়ে এই আসরে দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটার রায়ান বার্লও ফেরেন কোনো রান না করেই।

এরপরই শুরু হয় ইয়াসির ঝড়। রাজশাহী যখন বড় রানের স্বপ্ন দেখছিল তখনই মাত্র ৩২ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন রাব্বি। বিজয়ও কাটা পড়েন রান আউটের ফাঁদে।শেষ ৫ ওভারে রাজশাহীর ব্যাটাররা নিয়েছেন মাত্র ২৭ রান। আর তাতেই শেষ হয় রাজশাহীর বড় সংগ্রহের স্বপ্ন। তাদের ইনিংস থেমে যায় মাত্র ১৭০ রানে।

এই জয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ উঠে এসেছে দুর্বার রাজশাহী। রংপুর ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top