চাটগাঁ নিউজ ডেস্ক : বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে কেএনএফ’র দুই সদস্য নিহত হয়েছেন। রুমা সদর ইউনিয়নের সৈকতপাড়া এলাকায় আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
বুধবার (২৪ জুলাই) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যৌথবাহিনীর অভিযানকালে ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, বুধবার সকালে রুমার সৈকতপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুই কেএনএফ সদস্য নিহত হওয়ার খবর পেয়েছি। তবে এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক না থাকায় নিহতদের মরদেহ উদ্ধার ও নাম-পরিচয় পাওয়া যায়নি। অভিযান চলমান রয়েছে।
যৌথ বাহিনীর টহলের ওপর হামলা করতে গিয়ে এ পর্যন্ত কেএনএফের মোট ১৭ জন নিহত হয়েছেন।
উল্লেখ্য, বান্দরবানে গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় মামলায় অভিযুক্ত ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সমগ্র বান্দরবান জুড়ে যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/এআইকে