চাটগাঁ নিউজ ডেস্ক : বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২ সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ মে) সকালে সদর উপজেলার শ্যারন পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ জানায়, বান্দরবান সদর উপজেলার শ্যারনপাড়া এলাকায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শ্যারন পাড়া এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এসময় সেনাবাহিনী পাল্টা গুলি ছুড়লে কেএনএফের ২ সদস্য মারা যান। বাকি সদস্যরা পালিয়ে যায়। তবে নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
বান্দরবান জেলা পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘যৌথ অভিযানে ২ জন নিহত হওয়ার খবর শুনেছি। তবে এখনও আমাদের কে লাশ বুঝিয়ে দেয়নি। লাশ হাতে পাওয়ার পর বিস্তারিত বলতে পারব।’
গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে কেএনএফ সন্ত্রাসীরা। এরপর থেকে তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হয় যৌথ অভিযান।
চাটগাঁ নিউজ/এসআইএস