চাটগাঁ নিউজ ডেস্ক: কেউ ছাত্রলীগ হয়ে উঠতে চাইলে তাদের পরিণতিও একই রকম হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নিজ ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ হুঁশিয়ারি দেন।
ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে।’ তবে হাসনাত আব্দুল্লাহ এ পোস্ট কাদের উদ্দেশে দিয়েছেন তা স্পষ্ট করেননি।
তবে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্দেশে তিনি এ পোস্ট দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কেননা, আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তন্ত ৩০ জন আহত হয়েছে। আবার চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ থেকে। তাদের উদ্দেশেও হতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ।
এদিকে কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল রাজনীতি করার পক্ষে, আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনীতির বিপক্ষে অবস্থান নেওয়ায় এ সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ