যে কারণে চট্টগ্রামে এসেছিলেন সাবেক সেনাপ্রধান হারুন

চাটগাঁ নিউজ ডেস্ক : সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ তুমুল বিতর্কিত এমএলএম কোম্পানি ডেসটিনির প্রেসিডেন্ট ছিলেন। এ কোম্পানি সংক্রান্ত ২০২৩ সালে করা একটি মামলায় হাজিরা দিতে চট্টগ্রামে এসেছিলেন সাবেক এম হারুন-অর-রশিদ। চট্টগ্রাম আদালতে ডেসটিনির ওই মামলায় হাজিরা দিতে গতকাল রবিবার বিকেল ৫টায় চট্টগ্রাম ক্লাবের হোটেলে ওঠেন তিনি।

এ বিষয়ে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন বলেন, ‘সকালে খবর পেয়েছি, তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা শোকাহত। হারুন-অর-রশীদ চট্টগ্রাম আদালতে একটি মামলায় হাজিরা দিতে যান বলে জানান তিনি।

চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, রবিবার বিকেল ৫টার দিকে হারুন-অর-রশিদ চট্টগ্রাম ক্লাবে ওঠেন। আজ সকালে ক্লাব কর্তৃপক্ষ তার সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

তিনি বলেন, তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এম হারুন-অর-রশীদ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নের কাটিরহাট এলাকার বাসিন্দা ছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছিল। হারুন-অর-রশীদ ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top