যুবককে মারধরের দায়ে কাউন্সিলর টিনু কারাগারে

চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীর পাঁচলাইশে এক যুবলীগ কর্মীকে অভ্যন্তরীণ কোন্দলের জেরে ওয়ার্ড কার্যালয়ে নিয়ে বেধড়ক মারধর ও হত্যার হুমকির মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার আদালতে এই আদেশ দেন।

এর আগে, গত ৩ মার্চ রাতে মামলার বাদী মেহেদী হাসান রাকিব নামে ওই যুবলীগ কর্মী কাউন্সিলর টিনুর দ্বারা মারধরের শিকার হলে চকবাজার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনুসহ ছয় জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়। মামলার অন্যান্য আসামিরা হলেন, কায়সার হামিদ (৩৫), সাকিবুল ইসলাম(৩০), রবিউল ইসলাম রাজু (৩০), মো. আজম (২৪) এবং মো. শাকিল (২৪)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায়ই আসামিরা বাদিকে পূর্বের বিরোধের জের ধরে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিতো। গত ৩ মার্চ রাত ৮টার দিকে তিনি তার ফার্মেসি ‘একুশে ড্রাগ হাউস’ এ পেশাগত কাজ করছিলেন। এসময় তার বন্ধুর মুঠোফোনে কল দিয়ে কাউন্সিলর টিনু তার সাথে কথা বলে এবং তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আধঘণ্টা পর ১০ থেকে ১৫ জন লোক এসে ছুরির ভয় দেখিয়ে তাকে অপহরণ করে এবং তার পকেটে থাকা ১৫ হাজার টাকা নিয়ে নেয়। পরবর্তীতে মামলার অন্যান্য আসামিরা তাকে জোরপূর্বক কাউন্সিলর কার্যালয়ে নিয়ে যান। এসময় অপহরণ ও মারধরের ঘটনা কাউকে জানালে প্রাণে মারার হুমকি দেন কাউন্সিলর টিনু।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top