যুক্তরাষ্ট্রে আ, লীগের সম্পাদক হলেন চট্টগ্রামের লিটন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ছেলে নাজিম উল্লাহ লিটন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি নির্বাচিত হন।

নাজিম উল্লাহ লিটন চট্টগ্রাম সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক বার্ষিকী সম্পাদক ও সাবেক সহ-সভাপতি। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

তাঁর এই অর্জনে বাংলাদেশ ছাত্রলীগ ও ছাত্র সংসদ-সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

কলেজ ছাত্রলীগের দিবা শাখার আহবায়ক মোহাম্মদ আলি মিঠুর সভাপতিত্বে বৈকালিক শাখার আশীষ সরকার নয়ন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মাহবুবুল হক সুমন-সভাপতি চট্টগ্রাম মহানগর যুবলীগ, সাদেক হোসন পাপ্পু-সাবেক ভিপি ছাত্রসংসদ, ফরহান আহমেদ-সাবেক সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, মহিউদ্দিন শাহ -যুগ্ম সাধারণ সম্পাদক ৩২ ওয়ার্ড আওয়ামীলীগ, তারেক হায়দার বাবু -সাবেক সহ সভাপতি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, মাইনুল হক লিমন -সাবেক সহ-সভাপতি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, আব্দুস সালাম মাসুম -৩১ নং ওয়ার্ড কাউন্সিলর, আবুল হাসান বেলাল -১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর, ইমরান আহমেদ ইমু -সভাপতি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, আব্দুর রহিম জিল্লু -সাবেক উপ পরিবেশ বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, নোমান চৌধুরী -সহ-সভাপতি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, ইরফানুল আলম জিকু -সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

এ সময় বক্তারা বলেন, নাজিম উল্লাহ লিটন একজন মেধাবী, পরিশ্রমী ও সংগঠনিক ব্যক্তিত্ব। তিনি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে আশা করেন।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top