যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে ঘুষ-প্রতারণার মামলা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কর্মকর্তাদের ২৫ কোটি মার্কিন ডলার ঘুষ দেওয়া এবং সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য আদানিকে অভিযুক্ত করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বুধবার (২০ নভেম্বর) নিউইয়র্কে আদানির বিরুদ্ধে এসব ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে ঘুষ-প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেন। এদিকে মার্কিন অ্যাটর্নির নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের দপ্তর এক বিবৃতিতে গৌতম আদানিসহ অন্যদের আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার তথ্য জানিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, গৌতম আদানি ও তার সহযোগীরা গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৫ কোটি মার্কিন ডলারের বেশি ঘুষ দিয়েছিলেন। যদিও পরবর্তী সময়ে বিনিয়োগকারীদের কাছে তারা এ বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন।

অভিযোগে আরও বলা হয়, আদানি গ্রিন এনার্জি যুক্তরাষ্ট্র থেকে এবং এর পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকেও বিনিয়োগের অর্থ সংগ্রহ করার চেষ্টা করে।

অপরদিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ব্রায়ান পিস এক বিবৃতিতে অভিযোগ ঘোষণা করে বলেছেন, ‘অভিযুক্ত হিসেবে আসামিরা বিলিয়ন ডলার মূল্যের চুক্তি সুরক্ষিত করার জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার জন্য একটি বিস্তারিত স্কিম সাজিয়েছিল। যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহ করার জন্য ঘুষের স্কিম নিয়ে মিথ্যা কথা বলেছিল।’

এছাড়াও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ মামলায় গৌতম আদানি ছাড়া আরও সাতজনকে অভিযুক্ত করা হয়। তাদের মধ্যে রয়েছেন গৌতম আদানির স্বজন সাগর আদানি, আদানি গ্রিন এনার্জির সাবেক সিইও ভিনেত এস জেইন। গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে বিচারক ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

উল্লেখ্য, আদানি গ্রুপ থেকে ৮ হাজার ৫০০ কোটি ডলারের বেশি অর্থসম্পদের মালিক হয়েছেন গৌতম আদানি। ভারতের ধনীদের মধ্যে অন্যতম এই ধনী ব্যক্তির ব্যবসা-বানিজ্য সমুদ্রবন্দর, এয়ারপোর্ট থেকে শুরু করে নবায়নযোগ্য জ্বালানি খাত পর্যন্ত বিস্তৃত।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top