চাটগাঁ নিউজ ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যারা নানা অপকর্ম ও বিতর্কিত কাজ করছে তারা কখনও বিএনপি করতে পারে না। সে যত বড়ই হোক তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিতে হবে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগরীর দরগাহ গেইটস্থ মুসলিম কেন্দ্রীয় সাহিত্য সংসদের হল রুমে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত এম. সাইফুর রহমানের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসময় কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, লোভের কাছে বিএনপির আত্মসর্মথন করে না। বিএনপিকে এখন এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যাওয়ার পথ গণতন্ত্র। তাই এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র একজন খুনি, স্বৈরাচার শাসক, যে নির্বিচারে মানুষ হত্যা করেছে তাকে আশ্রয় দিয়েছে। তার পক্ষ নিয়েছে। ১৯৭১ সালে তারা আমাকে সাহায্য করেছিল তাই বলে এই নয় একজন স্বৈরাচারীর আশ্রয়দাতা কে আমরা সমর্থন করব।
নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, আমাদেরকে আরো ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনভাবে কোন বিতর্কে জড়ানো যাবে না। আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন, যে বিতর্কিত কাজ করবে সে বিএনপি করে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত এম. সাইফুর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, সাইফুর রহমান কখনো কারো উপর প্রতিশোধ নেন নাই। তিনি প্রতিশোধ নিয়েছেন সাফল্যতা অর্জন করে। তার ওপর যত আঘাত আসুক তিনি সেগুলো সৎ ভাবে মোকাবেলা করতেন। অন্যায়ের কাছে কখনো মাথা নত করতেন না। সেই সময় আমরা যারা ছাত্র রাজনীতি করতাম ওনার কাছে কিছুটা শিখেছি যার কারণে আজ পর্যন্ত স্বৈরাচারের কাছে মাথা নত করিনি।
সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, মোঃ এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এআইকে