চাটগাঁ নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দির বাণিয়া পাড়া এলাকায় যাত্রীবাহী বাস-সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি উল্টে আগুন লাগার ঘটনা ঘটে। এতে পুরো বাসটি পুড়ে অঙ্গার হয়ে যায় এবং ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ১২ জন।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রামগামী সিবিএম পরিবহনের বাসটি সংঘর্ষের পর সড়কে উল্টে গিয়ে মুহূর্তেই আগুন ধরে যায়।
দাউদকান্দি হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিস আগুন লাগা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, মোটরসাইকেল এবং বাসের সংঘর্ষে পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর আমরা দেখতে পাই একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ পড়ে আছে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ পরিচালনা করেছে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রিশাদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে তিনজনকে বাসের ভেতর থেকে এবং একজনকে বাসের বাইরে থেকে উদ্ধার করা হয়। দুর্ঘটনায় আনুমানিক ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।
চাটগাঁ নিউজ/জেএইচ







