যাত্রার প্রথম মাসেই কক্সবাজার এক্সপ্রেস থেকে আয় ১ কোটি ৪১ লাখ

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যিকভাবে যাত্রার প্রথম মাসেই কক্সবাজার এক্সপ্রেস থেকে বাংলাদেশ রেলওয়ের আয় হয়েছে ১ কোটি ৪১ লাখ টাকা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রাব্বানী।

তিনি বলেন, ‘প্রথম মাসে অনলাইন এবং অফলাইনে কক্সবাজার এক্সপ্রেসের এসি ও ননএসির ৩০ হাজার ৬২০টি টিকিট বিক্রি হয়েছে। এ থেকে আয় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকা। প্রতিদিন দুই লাখ মানুষ অনলাইনে টিকিটের জন্য সার্চ করে থাকে। তবে চাহিদার তুলনায় আসন সংখ্যা কম। তাই আগামী ১ জানুয়ারি থেকে নতুন আরও দুটি ট্রেন যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।’

প্রসঙ্গক্রমে, ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীবাহী ট্রেনের গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার। কয়েক দফা সফল পরীক্ষামূলক ট্রেন চলাচল কার্যক্রম শেষে গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রেল সংযোগ উদ্বোধনের সময় থেকে দুইটি ট্রেন চালুর নির্দেশ দেন।

উল্লেখ্য, কক্সবাজার এক্সপ্রেসের এ ট্রেনে মোট কোচ রয়েছে ২০টি, এতে আসন রয়েছে ১ হাজার ৬০টি।

Scroll to Top