নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর আকবরশাহ্ থানা এলাকায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর জসিমের সন্ধানে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।তবে এক ঘন্টারও বেশি সময় ধরে চালানো এই অভিযানে কাউকে আটক করতে পারেনি অভিযান দল।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টায় একে খান মোড়ে ১৪ তলা বিশিষ্ট গ্রিন গুলবাহার টাওয়ার নামে একটি ভবনে এই অভিযান চালানো হয়।
জানা যায়, গ্রিন গুলবাহার টাওয়ার নামে ভবনটি সাবেক ওয়ার্ড কাউন্সিলর জসিমের চাচাতো বোনের। এই ভবনের কোন একটি ফ্ল্যাটে জসিম লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের।
পুলিশ জানায়, গোপন ও বিশ্বস্ত সূত্রে তারা এই সংবাদ পেয়েছে গ্রিন গুলবাহার টাওয়ারে সাবেক কাউন্সিলর জসিম অবস্থান করছেন। যাচাই বাচাই করেই এই অভিযান পরিচালনা করছে তারা।
প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই বিপুল সংখ্যক থানা পুলিশ ও ডিবি পুলিশ ভবনটি ঘেরাও করে। পরে একে একে ভবনের প্রতিটি ফ্ল্যাট তল্লাশি করতে থাকে।
এ সময় পুলিশ ও ডিবি পুলিশের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ছাত্র সমন্বয়ক ও আকবরশাহ্ থানা এবং একে খান এলাকার বিএনপি, ছাত্রদলের নেতাকর্মীরা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাবেক ওয়ার্ড কাউন্সিলর জসিম এলাকায় ভূমিদস্যূ ও ভূমি খেকো হিসেবে বহুল পরিচিত। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রদের উপর হামলা, হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকেই ওয়ার্ড কাউন্সিলন জসিম আত্মগোপনে রয়েছে। পুলিশের একাধিক অভিযানেও সাবেক ওয়ার্ড কাউন্সিলন জসিম ধরা ছোঁয়ার বাইরে।
চাটগাঁ নিউজ/এইচএস/এসএ