ক্রীড়া ডেস্ক: ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) এক ওভারে এক রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ইনিংসের ১৮তম ওভারে রশিদ খান, টম ব্যান্টন ও গজনফরকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন দুবাই ক্যাপিটালসের হয়ে খেলা এই পেসার।
ফিজ এমন সময়ে জাদুকরি এক ওভার উপহার দিলেন, যখন আগের দিন আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
ফিল্ডার ক্যাচ ফেলার পর শেষ বলে ছক্কা হজম করায় ‘দ্য ফিজ’-এর বোলিং ফিগার যদিও খুব একটা দীপ্তিময় নয়, তবু এমআই এমিরেটসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে দলকে সাহায্য করেছিলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না। তার দল হেরেছে ৭ রানে।
ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে ১১ রান দিয়ে গিয়েছিলেন মোস্তাফিজ। তবে এরপর ১৬তম ওভারে আক্রমণে এসে কামিন্দু মেন্ডিস ও ব্যান্টনকে দেন ৬ রান। ১৮তম ওভারে ১ রান দিয়ে এই বাঁহাতি পেসার যখন ৩ উইকেট নিলেন, মনে হচ্ছিল, চিরচেনা মোস্তাফিজের দেখা মিলেছে। তবে শেষ ওভারে গচ্ছা দেন ১৬ রান।
ব্যাট হাতেও মোস্তাফিজের সুযোগ হয়েছিল মাঠে নামার। তখন তার দলের প্রয়োজন ছিল ৫ বলে ১৬ রানের। তবে ফিজ ১ রান করেই রানআউট হন। ৭ রানে হারতে হয় দুবাই ক্যাপিটালসকে।
এর আগে, আইএল টি-টোয়েন্টিতে ৪ ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট। নিজের অভিষেক আসরে প্রথম পাঁচ ম্যাচ শেষে ফিজের উইকেট হলো ৯টি।
চাটগাঁ নিউজ/এমকেএন







