আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য বৈঠক নিয়ে সাম্প্রতিক আলোচনার অবসান ঘটেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বৈঠকটি না হওয়ার প্রধান কারণ ছিল দুই নেতার ভিন্ন ভ্রমণ সূচি ও সময় সংকট। তারা একই সময়ে নিউইয়র্কে অবস্থান করছিলেন না, যার ফলে বৈঠকের সুযোগই ছিল না। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় নরেন্দ্র মোদি ও ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। তবে, ১৯ সেপ্টেম্বর নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে জানায়, নিউইয়র্কে তাদের মধ্যে কোনো বৈঠক হবে না। এর পরপরই, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয় মোদি শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় ইউনূসের সঙ্গে দেখা করতে অনিচ্ছুক।
তবে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ২৪ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে এই আলোচনা খারিজ করে দেন। তিনি বলেন, মোদীর সফর ছিল খুবই সংক্ষিপ্ত, মাত্র ৫৫ ঘণ্টার। ব্যস্ত সূচির কারণে অন্য কোনো বৈঠকের সুযোগ ছিল না।
অন্যদিকে, ড. ইউনূস তখনো নিউইয়র্ক পৌঁছাননি। ফলে, দুই নেতার আলাদা ভ্রমণ সূচির কারণে বৈঠকের কোনো সুযোগ ছিল না।
চাটগাঁ নিউজ/এআইকে