পড়া হয়েছে: ৩৭
উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে ২৯ হাজার ৮শ ইয়াবাসহ আরোহীকে গ্রেফতার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার মোশাররফ হোসেন (৩৭) উখিয়া উপজেলার রত্নাপালং ইউপির পশ্চিম রত্না এলাকার তোফায়েল আহমদের ছেলে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল আরোহী মোশাররফকে ২৯ হাজার ৮শ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোশাররফের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এআইকে