চাটগাঁ নিউজ ডেস্ক: আগামী ২৫ ডিসেম্বর দুপুরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর পৌনে ১২টায় তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
তারেক রহমানের আসা উপলক্ষে বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আজ বৃহস্পতিবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় নেতারা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর মেয়েকে সঙ্গে নিয়ে তারেক রহমানকে ঢাকায় ফিরবেন। লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তাঁরা।
এদিকে তারেক রহমানের দেশে ফেরার এই ঘটনাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। তাকে সংবর্ধনা জানাতে ৩০০ ফিটে জনসমাবেশ আয়োজন করবে বিএনপি।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছেড়েছিলেন তারেক রহমান। ১৭ বছরের বেশি সময় পর অবশেষে দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
চাটগাঁ নিউজ/জেএইচ







