মেয়াদোত্তীর্ণ দধি বিক্রি করে জরিমানা গুনল ‘গাউসিয়া সুইটস’

চাটগাঁ নিউজ ডেস্ক : মেয়াদোত্তীর্ণ দধির গায়ে নতুন মেয়াদযুক্ত স্টিকার লাগিয়ে বিক্রি করার দায়ে ‘গাউসিয়া সুইটস’কে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তাধিকার।

রোববার (৩ অক্টোবর) নগরীর হালিশহর থানার ফইল্যাতলী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তাধিকার চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। সাথে ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান।

অভিযানে বিভিন্ন অভিযোগে ফারুক পোল্ট্রি এন্ড সেলস সেন্টারকে ৩ হাজার টাকা, আবুল হোসেনের মাংসের দোকানকে ২ হাজার টাকা এবং তাইফা পোল্ট্রি এন্ড সেল সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

একই বাজারে আজাদ পোট্রি হাউসকে ওজনে কারচুপির কারণে ৬ হাজার টাকা, পণ্যের মোড়ক বিধি লঙ্ঘন করা ও ক্রয় ভাউচার না থাকায় ‘গাউসিয়া প্রিমিয়াম সুইটস এন্ড বেকারিকে ৫ হাজার টাকাসহ ৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তাধিকার চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, বিভিন্ন অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top