মেঘনা পেট্রোলিয়ামের ছয় সিবিএ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় চট্টগ্রামের সদরঘাট থানায় দায়ের করা মামলায় মেঘনা পেট্রোলিয়ামের ছয় সিবিএ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৮ মে) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ হাসানুল ইসলাম এ আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আইয়ুব, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জহির উদ্দিন ওরফে আকবর, অর্থ সম্পাদক ইউসুফ আলী ও দফতর সম্পাদক বাবু রনি কর ও সদস্য রাজীব ধর।

এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় সদরঘাট থানার মামলায় আসামিরা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পন করে আদালতে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রাম নগরীর সিটি কলেজ এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে মাশফিকুর রহমান শান্ত নামের এক শিক্ষার্থী সদরঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা ১৬ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। পরবর্তীতে গত ১০ এপ্রিল অভিযুক্তরা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। আদালত ২৭ এপ্রিল জামিন শুনানির তারিখ ধার্য করেন। তবে ওই দিন আদালতে মামলাটির জামিন শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে আদালতে ৫ মে জামিন শুনানির তারিখ ধার্য করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী আজ ৮ মে মামলাটির আবার তারিখ ধার্য ছিল।

আদালত সূত্রে জানা গেছে, জামিন আবেদন করে তা মঞ্জুর না হওয়ায় আসামিপক্ষের আইনজীবীরা আদালতে অশোভন আচরণ করে আদালতের পরিবেশ বিনষ্ট করে। আইনজীবীদের এমন আচরণে একপর্যায়ে বিচারক এজলাস থেকে নেমে যান। এসময় আসামিপক্ষের আইনজীবীরা আদালতে মামলার ফাইল ছোঁড়াছুঁড়ি করেন বলেও অভিযোগ উঠে। পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী আসামিদেরকে আাদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার সময়ও আইনজীবীরা অস্থিতিশীলতা সৃষ্টি করেন।

পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে আদালতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমানসহ কোতোয়ালি থানা, সদরঘাট থানার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আদালতে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top