পড়া হয়েছে: ৩৪
সিপ্লাস ডেস্ক: বাল্কহেডের ধাক্কায় মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কোস্টগার্ড জানিয়েছে, বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারটিতে মাঝিসহ ১২ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছেন।
কোস্টগার্ডের উদ্ধারকারী দল এখনও নিখোঁজদের সন্ধানে তৎপর রয়েছে।
ট্রলারটি মুন্সীগঞ্জের লৌহজং থেকে যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। ঘটনার পর ট্রলারটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।