আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর ওয়ালডো’স নামের একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৩ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।
রবিবার (২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার সোনোরা রাজ্যের হারমোসিলোর কেন্দ্রে ওয়াল্ডোর একটি আউটলেটে এই বিস্ফোরণ ঘটে। এতে আহত হয়েছে আরও ১১ জন।
এক ভিডিও বার্তায় গভর্নর আলফোনসো দুরাজো বলেছেন, এখন পর্যন্ত ২৩ জন নিহতের খবর পাওয়া গেছে এবং আহত ১১ জনকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেক্সিকান রেড ক্রসের প্রেসিডেন্টের বরাত দিয়ে স্থানীয় রেডিও স্টেশন উনিরাডিও সোনোরো জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন কিশোর এবং দুইজন কিশোরী।
মেক্সিকোর প্রেসিডেন্ট বিস্ফোরণে নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ এই ঘটনাকে কোনো হামলা বা সহিংস কর্মকাণ্ড নয় বলে জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন







