মৃত মুরগি জবাই করে বিক্রি, অর্ধলাখ টাকা জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় মৃত মুরগি জবাই করে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌরশহরের চিরিংগা কাঁচাবাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুপায়ন দেব।

এসময় তিনি বলেন, মৃত মুরগি জবাই ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং দোকানগুলোকে মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশ দেয়া হয়। ভবিষ্যতে যাতে এধরণের কাজ না করে সতর্ক করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top