চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান ও আলোচিত ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা এম হারুন-অর-রশীদ (বীর প্রতীক) মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মৃত্যু তাঁর হয়েছে।
আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের ৩০৮ রুম থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
সাবেক এই সেনাপ্রধান জীবদ্দশায় তিনটি ইচ্ছের কথা জানিয়েছেন বলে চাটগাঁ নিউজকে জানান ছোট বোনের জামাই ডা. জহির। সেগুলো হল— মৃত্যুর পর ওনার দাফনে যেন দেরি না হয়, কবরটা যেন বাবার কবরের নিকটে হয় এবং উনার মৃত্যুর পর যেন কোনো ধরণের রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ করা না হয়।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি মামলার কাজে রোববার (৩ আগস্ট) তিনি চট্টগ্রাম আসেন। এরপর ওঠেন চট্টগ্রাম ক্লাবে। রাতে ঘুমানোর পর সোমবার দুপুর পর্যন্ত তিনি বের না হওয়ায় অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে মৃত পড়ে থাকতে দেখেন স্টাফরা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে।
হারুন অর রশীদ ছিলেন বীর মুক্তিযোদ্ধা। তিনি ২০০০-২০০২ পর্যন্ত সেনাবাহিনীর প্রধান ছিলেন। পালন করেন রাষ্ট্রদূতের দায়িত্বও।
চাটগাঁ নিউজ/এসএ