মূল্য তালিকা ছাড়া তরমুজ বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে তরমুজের মূল্য তালিকা না রেখে তরমুজ বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৮ মার্চ) নগরীর কাপ্তাই রাস্তা মাথার কামাল বাজার এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদীয় ফল বিতানকে ১০ হাজার টাকা, চন্দনাইশ ফার্মকে ৭ হাজার টাকা ও বোয়ালখালী ফল বিতানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মো. ফয়েজ উল্লাহ চাটগাঁ নিউজকে জানান, তরমুজের দাম নিয়ে কারসাজি শুরু করেছে কিছু অসাধু ব্যবসায়ী। রমজান উপলক্ষ্যে তরমুজের চাহিদা বৃদ্ধি পেয়েছে। আর তাকে পুঁজি করে অতিরিক্ত দাম হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত আছেন অনেকে।

অভিযান পরিচালনাকালীন সময়ে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আনিছুর রহমান ও রানা দেব নাথ। এছাড়া অভিযানে চট্টগ্রাম মহানগর পুলিশের একটি টিম সহায়তা করেন।

Scroll to Top