মুহুর্মুহু বিস্ফোরণে আতঙ্ক মিয়ানমার সীমান্তে

চাটগাঁ নিউজ ডেস্ক: ফের মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ঘিরে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কক্সবাজারের টেকনাফের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফ পৌর, হ্নীলা, সদর ও সাবরাং এলাকার বাসিন্দাদের মনে  আতঙ্ক বিরাজ করছে। এর আগে গত ৩ নভেম্বর ওই এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

জানা গেছে, মিয়ানমারে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাতে রাখাইন রাজ্যের প্রায় এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এতে পিছু হঠেছে মিয়ানমারের জান্তা বাহিনী। ওরা আকাশযোগে বিমান থেকে বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যে স্থলভাগে আরাকান আর্মির বিপক্ষে যুদ্ধে নেমেছে স্বশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠি গুলো।

টেকনাফ সীমান্ত বাসিন্দারা জানান, মঙ্গলবার রাত ১০টার পর থেকে বুধবার বিকাল ৫টা পর্যন্ত মংডু শহর এলাকা থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসতে থাকে। একই সময়ে মিয়ানমারের মংডু এলাকায় রাত-দিন যুদ্ধবিমানের টহল দিতে দেখেছেন টেকনাফ পৌর, হ্নীলা, সদর ও সাবরাং ইউনিয়নের বাসিন্দারা। ভেসে আসা বিস্ফোরণের শব্দ মংডু শহরের আশপাশের উকিলপাড়া, ফয়েজীপাড়া, সুধাপাড়া, নাপিতের ডেইল, নয়াপাড়া, সিকদারপাড়া ও হারিপাড়া এলাকা থেকে আসছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। এরফলে সীমান্তে বসবাসকারি বাংলাদেশিরা নানা ধরণের সমস্যায় ভুগছেন। এ সংঘাতের জেরে কেউ যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top