মুরাদপুর ফ্লাইওভারে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মুরাদপুরে ফ্লাইওভার থেকে নামার সময় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহত মোটরসাইকেল আরোহীর নাম জানা যায় নি। তবে আহত মোটরসাইকেল আরোহী কামাল উদ্দিন (৩০) চমেক হাসপাতালে ভর্তি আছেন।

সোমবার (১২ মে) রাতে মুরাদপুর ফ্লাইওভারের মুখে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা দুই সিএনজি চালিত অটোরিকশা চালক মো. জাহাঙ্গীর ও মো. কামাল মিয়া জানান, মুরাদপুর ফ্লাইওভার থেকে নামার সময় একটি মোটরসাইকেলকে বাস চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান একজন এবং একজন আহত আহত হন। এ সময় পুলিশ এসে দু’জনকে আমাদের সিএনজি অটোরিকশায় তুলে দেয়। আমরা দু’জনকে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ জানায়, বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং একজনকে হাসপাতালে ভর্তি দেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top