মুরাদপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীর মুরাদপুর মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় সত্তরোর্ধ এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।  আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১ টার সময় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধার নাম খুরশিদ বেগম। তার বাড়ি কুমিল্লা। বিগত ২০ বছর ধরে ওই বৃদ্ধা তার পরিবার নিয়ে নগরীর মোহাম্মদপুর এলাকায় থাকেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুরাদপুর পুলিশ বক্স সংলগ্ন সড়কের কাটা স্থান দিয়ে ওই বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় সড়ক দিয়ে ছুটে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।  ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। দীর্ঘক্ষণ ওই বৃদ্ধার মরদেহ রাস্তায় পড়ে ছিল। একপর্যায়ে স্থানীয় লোকজন এসে নিহত বৃদ্ধার মরদেহের উপর একটি পলিথিন দিয়ে ঢেকে দেয়।

স্থানীয় দোকানদার মো. পারভেজ জানান, ওই বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে রাস্তা পার হচ্ছিলেন। সড়কের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ তিনি হোঁচট খেয়ে পড়ে যান। এসময় ছুটে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। আমরা কয়েকজন মিলে তার মরদেহটি কোনরকমে রাস্তার একপাশে এনে পলিথিনে ঢেকে রেখে পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে বৃদ্ধার মরদেহ চমেক হাসপাতাল মর্গে রয়েছে বলে জানা গেছে।

এই ব্যাপারে নিহতের মেয়ে নাহিদা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মা বেলা ১১ টার সময় একটা কাজে বেরিয়েছিলেন। কাজ শেষ করে তিনি পাঁচলাইশ থেকে বাসায় ফিরছিলেন। আমি ঘাতক ট্রাক চালককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top