চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড়ে টেম্পু চালকদের নো পার্কিং মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে টেম্পু চালকরা। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট।
সারি সারি যানবাহন আটকা পড়েছে যানজটে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এই সড়কে চলাচলকারী যাত্রী, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাজার ভর্তিচ্ছু।
শনিবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে নগরীর গুরুত্বপূর্ণ স্থান মুরাদপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা। প্রায় ঘণ্টা খানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেছেন দায়িত্বরত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, নিয়ম না মেনে গাড়ি পার্কিং করায় মামলা দেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেন টেম্পো (থ্রি হুইলার) চালকরা।
পাঁচলাইশ থানা পুলিশ জানায়, দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রং পার্কিংয়ের মামলা দেওয়ায় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেন টেম্পো চালকরা।
পরে থানা ও ট্রফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে টেম্পো মালিক ও চালকদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করেন। এখন স্বাভাবিক আছে যানবাহন চলাচল।
চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ