নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন মুন্সিপাড়া এলাকায় আতশবাজির স্ফুলিঙ্গ থেকে প্লাস্টিকের গোডাউন ও পার্শ্ববর্তী একটি আবাসিক ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক সোয়া ৭ টার দিকে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শিশুকিশোরদের ফোটানো আতশবাজির স্ফুলিঙ্গ থেকে এ আগুনের সুত্রপাত বলে জানা গেছে।
চট্টগ্রাম বন্দর ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, আতশবাজির স্ফুলিঙ্গ থেকে মুন্সিপাড়া এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন ধরে যায়। পরবর্তীতে প্লাস্টিকের গোডাউন থেকে আগুন পার্শ্ববর্তী একটি ৭ তলা ভবনে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে প্লাস্টিকের গোডাউনের মালামাল ও ভবনটির বসতঘরের ৬টি কক্ষের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
রাত সাড়ে ৮টার দিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৬টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় রাত সাড়ে ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় ফায়ারের কর্মীরা আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে সক্ষম হয়।
এ ব্যাপারে চট্টগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপরিচালক (ভারপ্রাপ্ত) এম ডি আবদুল মালেক জানান, পটকা বাজির স্ফুলিঙ্গ থেকে প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। গোডাউন থেকে সংলগ্ন একটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে গোডাউন ও ভবনের ৬টি কক্ষের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কোন আহত বা নিহতের ঘটনা ঘটেনি।
চাটগাঁ নিউজ/ইউডি