চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া রাজাখালী এলাকার তোফাজ্জল হোসেন মুড়ির মিলে অপরিচ্ছন্ন পরিবেশ এবং মুড়িতে ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় সিএমপির সমন্বয়ে নিয়মিত বাজার তদারকি অভিযানকালে এ জরিমানা করে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেবনাথ। অংশ নেন আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।
অভিযানে কোতোয়ালী এলাকায় অবস্থিত মেহমান হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, রান্না করা বাসি তরকারি কাঁচা মাছ মাংসের সাথে ফ্রিজে সংরক্ষণ এবং কেমিক্যাল রং ব্যবহার করায় ১৫ হাজার টাকা এবং বাকলিয়া এক্সেস রোডের সিজলে পণ্যের মোড়কজাত বিধিমালা লংঘন করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যা।
চাটগাঁ নিউজ/জেএইচ







