সিপ্লাস ডেস্ক: সাইবার যুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রথম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। সেন্সর ছাড়পত্র না পাওয়ায় গেল ঈদে মুক্তির মিছিল থেকে সরে যায় সিনেমাটি। এরপর সিনেমাটির নতুন মুক্তির ঘোষণা করা হয় আগামী ৮ সেপ্টেম্বর। এবার জানা গেল সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। দুদিন আগে ছাড়পত্র হাতে পেয়েছেন নির্মাতা। ফলে এর মুক্তিতে আর কোন বাধা রইল না।
‘অন্তর্জাল’ পরিচালনা ও চিত্রনাট্য করেছেন দীপংকর দীপন। নিমার্তার সঙ্গে যৌথভাবে গল্প লিখেছন সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এ বি এম সুমন, সুনেরাহ্ বিনতে কামালসহ অনেকেই।
দীপংকর দীপন গণমাধ্যমকে বলেন, ‘অবশেষে সিনেমাটি মুক্তি পাবে ভেবে ভালোই লাগছে। শুনেছি ৮ সেপ্টেম্বর শাহরুখ খানের সিনেমা ‘জাওয়ান’ এদেশে মুক্তি পাবে। এটি নিঃসন্দেহে ভালো সিনেমা। এর সঙ্গে ফাইট করতে হলে প্রচার প্রচারণা নিয়ে আমাদের সেভাবেই এগিয়ে যেতে হবে। এখন এরই প্রস্তুতি নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘মহামারির সময়ে আমরা প্রজেক্টটা হাতে নিয়েছিলাম। ছবিটা আমরা পুরোপুরি দেশীয় সক্ষমতায় বানিয়েছি। ছবির ডিওপি, আর্ট ডিরেক্টর, টেকনিক্যাল টিম সবই এদেশের। এটা তথাকথিত প্রেমের সিনেমা নয়। কিন্তু একজন দর্শক সিনেমায় যে গতি ও গল্প দেখতে চায়, তার পুরোটাই আছে এতে। দর্শক লক্ষ্য করবেন আমার এক একটা ছবি একেক ঘরানার। যেমন প্রথমটা ছিল পুলিশের অ্যাকশন, পরেরটা ওয়াইল্ড লাইফ অ্যাকশন আর এটা হল সাইবার যুদ্ধ’। আগের ছবি দুটির মতো এটিও দর্শক গ্রহণ করবেন বলে আশার করছি।’
আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।