মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের কাজীর দেউড়ি শিশু পার্কের উচ্ছেদকৃত স্থানে বিজয় মেলার উদ্বোধন করা হল। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন মেলার উদ্বোধন করেছেন।

তিনি চট্টগ্রামের নিজস্ব কৃষ্টি, কালচার ও সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটাতে সবার মতামতের ভিত্তিতে মেলার জন্য একটি স্থায়ী মাঠ খুঁজে বের করবেন বলে জানিয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে নগরের কাজীর দেউড়ি এলাকায় সার্কিট হাউজ সংলগ্ন পরিত্যক্ত শিশুপার্কে ৬ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, আমরা শুধু কর্মের মধ্যে থাকবো না। আমাদের যে নিজস্ব কৃষ্টি রয়েছে, কালচার রয়েছে এই সংস্কৃতির বহিপ্রকাশ মেলাতেই হয়ে থাকে। ফলে এমন একটি স্থান আমরা খুঁজে বের করবো সকলের মতামত নিয়ে। কেননা আপনারাই ভালো বলতে পারবেন। আমাদের কাজ হচ্ছে আপনাদের চাওয়া পাওয়াকে রুপায়ন করা।

এসময় মেলা উদযাপন পরিষদ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/ইউডি

 

Scroll to Top